অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
গল্প : অতিথির স্মৃতি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৪ মে ২০২৩, ০০:০৫
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৯। লেখকের দরিদ্র ঘরের মেয়েটির দিকে তাকালে দুঃখ হতো কেন?
ক) রোগাক্রান্ত দুর্বল বলে
খ) বড় সন্তান ছিল না বলে
গ) শীর্ণ মুখ দেখে
ঘ) ছোট ছোট মেয়ে দেখে
২০। ‘আসামী’ শব্দটি দ্বারা এখানে মূলত কী বোঝানো হয়েছে?
ক) অভিযুক্ত ব্যক্তি
খ) রোগাক্রান্ত ব্যক্তি
গ) আসাম প্রদেশ
ঘ) আসামের অধিবাসী
২১। পাণ্ডুর তার বদনখানি-‘অতিথির স্মৃতি’ গল্পে পাণ্ডুর কী অর্থ বহন করে?
ক) কালচে খ) আকাশি
গ) বাদামি ঘ) ফ্যাকাশে
২২। ‘কোরবানির জন্য রমজান একটি গরু বাজার থেকে কিনে আনল। কিন্তু কোরবানি দেয়ার পর মনোতুষ্টির কোনো চিন্তার তার মধ্যে জন্মালো না।’ অতিথির স্মৃতি গল্প প্রসঙ্গে এটি-
ক) অতিথির মনের অবস্থা
খ) লেখকের মনের অবস্থা
গ) বামুন ঠাকুরের মনের অবস্থা
ঘ) রমজানের মনের অবস্থা
২৩। অতিথি যদি একটি মানবেতর প্রাণী হয়, তাহলে বিড়াল হবে-
i) মানবেতর পাণী
ii) উদাসীন প্রাণী
iii) পোষা প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii
গ) iii ঘ) i, ii ও iii
২৪। ‘ভজন’ শব্দটির অর্থ কী?
ক) মহিমা কীর্তন
খ) ভোজন করা
গ) আয়োজন
ঘ) যত্ন করা
২৫। বেনে-বৌ পাখি কোন রঙের?
ক) সাদা খ) হলুদ
গ) লাল ঘ) সবুজ
উত্তর : ১৯. ক, ২০. খ, ২১. ঘ, ২২. খ, ২৩. ক, ২৪. ক, ২৫. খ।